ক্যাম্পাস প্রতিনিধি, হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘গ্রীণ ভয়েস- পরিবেশবাদী যুব সংগঠন’ এর আগামী ১ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
২৮ অক্টোবর (সোমবার) গ্রীণ ভয়েস কেন্দ্রীয় পরিষদের প্রধান সমন্বয়ক মো: আলমগীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উম্মে আজমেরী তুজ জাহান কণাকে সভাপতি ও মো: মারুফ হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি উম্মে আজমেরী তুজ জাহান কণা বলেন, বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ সংগঠনটি কাজ করে চলছে প্রাকৃতিক পরিবেশ রক্ষায়। এর পাশাপাশি একজন মানুষকে পরিপূর্ণ মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন করছে। আমাদের গ্রীন ভয়েস তারুণ্যের স্বপ্নে ভরপুর যারা স্বপ্ন দেখে একটি সবুজ পৃথিবী বিনির্মাণে যেখানে মুক্ত ভাবে বিচারণ করবে প্রতিটি প্রাণ। এমন একটি পরিবারের সদস্য হয়ে প্রকৃতি, পরিবেশ ও জীবনের সেবায় নিয়োজিত হতে আমি বদ্ধপরিকর।
এছাড়াও সাধারণ সম্পাদক মো: মারুফ হাসান বলেন, গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সাধারন সম্পাদক পদে আমাকে নির্বাচিত করায় আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাপা’র সাধারণ সম্পাদক এবং গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির স্যারকে। দ্বায়িত্ব গ্রহনের পর, আমি দৃঢ় প্রতিজ্ঞ যে, আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং পরিবেশ সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে কাজ করবো। শুধু পরিবেশ সুরক্ষা নয়, সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সুরক্ষা সেশন আয়োজন, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ রক্ষায় কাজ করবো। গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখা মানব সেবা এবং সামাজিক দ্বায়িত্ববোধের প্রতীক হিসেবেও কাজ করবে। আমি আশা রাখি সংগঠনের সকল সদস্য একত্রিত হয়ে এই লক্ষ্য পূরণে সহযোগীতা করবেন। আসুন আমরা মিলিত ভাবে লক্ষ্য পূরনে প্রতিজ্ঞা বদ্ধ হই।
উল্লেখ্য, ‘যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে’ স্লোগানে ২০০৫ গ্রীণ ভয়েস যাত্রা শুরু করে।