জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: শেষ হলো ২০২৩ সালের জাতীয় শাপলা ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মুল্যায়নের ঠাকুরগাঁও জেলা পর্যায়ের মুল্যায়ন। শনিবার (২৮ সেপ্টেম্বর ) দুপুর ০২ টায় ১০০ নম্বরের লিখিত, মৌখিক ও ব্যবহারিক মুল্যায়ন শেষ হয়। এর আগে সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ের আরকে স্টেট উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় এ মুল্যায়ন পরীক্ষা শুরু হয়।
সরেজমিনে আরকে স্টেট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, দুপুর ১২টা ১০ মিনিট থেকে মুল্যায়নে অংশ নেওয়া স্কাউট ও কাব সদস্যরা কক্ষ থেকে বেরিয়ে আসছেন। মুল্যায়ন ব্যবস্থাপনা ও প্রশ্নপত্র নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
কাব ও স্কাউট সদস্যরা লিখিত মুল্যায়নের পর মৌখিক সাঁতার মুল্যায়নে অংশ নেয়।
মুল্যায়নে অংশ নেয়া স্কাউট সদস্য ঋত্তিকা বলেন, আমরা স্কাউট প্রোগ্রাম কয়েকটি স্তরে স্তরে শেষ করে আজকে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্য নিজেকে তৈরি করেছি। আমাদের প্রত্যেক স্কাউটের স্বপ্ন পিএস অ্যাওয়ার্ড অর্জন করা।
বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক সৈকত হোসেন বলেন, স্কাউটিং এ স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট (পিএস)। এই পিএস পেতে হলে জেলা মুল্যায়নের মাধ্যমে অঞ্চলের মূল্যায়নে অংশ নিতে হবে। এবং অঞ্চল মুল্যায়নে যারা ভালো করবেন তারা জাতীয় মুল্যায়নে অংশ নিয়ে পিএস প্রাপ্ত হবেন।
জেলা স্কাউট সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মহামান্য রাষ্ট্রপতি ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রী প্রদান করেন। এটি প্রতিটি স্কাউট ও কাব সদস্যের অনেক স্বপ্নের, সাধনা। আমরা আশাকরি ঠাকুরগাঁও থেকে এবার জেলা মুল্যায়ন থেকে যারা টিকবে তারা জাতীয় থেকে শতভাগ সাফল্য নিয়ে আসবে।
উল্লেখ্য, এবারে ঠাকুরগাঁও জেলা পর্যায়ের মুল্যায়নে আরকে স্টেট উচ্চ বিদ্যালয় থেকে ১১৯ জন পিএস ও ১৩৭ জন শাপলা কাব মুল্যায়নে অংশ নেন। অন্যদিকে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে শাপলা কাবে ৪১ জন ও পিএস-এ ৪২জন স্কাউট মুল্যায়নে অংশ নেন।