জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ রুহিয়া ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও রুহিয়া শহরে হেলমেট পরিধানকারী মোটরসাইকেল চালকদের মাঝে উপহারস্বরুপ মহা মুল্যবান গাছ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০৪) বেলা ১১ টায় কলেজের বিভিন্ন স্থানে ২০০টি গাছ রোপণ করে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও রোভার গ্রুপের সভাপতি মো: মজিবর রহমান । এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো: সাখাওয়াত হোসেন। রোভার স্কাউট লিডার মো: রায়হান উদ্দিন, গার্ল ইন রোভার লিডার শাহিনা আখতার, পদার্থ বিজ্ঞানের সহ: অধ্যাপক ইউনুস আলী, শিক্ষক প্রতিনিধি মো: আসাদ আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো: রাজিউর রহমান, সাবেক রোভার স্কাউট লিডার রফিকুল ইসলাম, বিএনসিসি শিক্ষক মো: সালেহুর রহমান, প্রভাষক মীরা সরকার, শংকর কুমার প্রমূখ।
রোপণকৃত বৃক্ষদের মাঝে ছিলো কড়ই, বকুল, জাম, আম, কাঠাল, কৃষ্ণচূড়া, নিম, কদম, অর্জুন ইত্যাদি।
কলেজে গাছ রোপণ শেষে রোভার স্কাউট সদস্যরা রুহিয়া-রামনাথ সড়কে চলাচলকারী হেলমেট পরিধানকারী মোটরবাইক চালকদের মাঝে গাছ উপহার দেন।
রোভার স্কাউট লিডার রায়হান উদ্দিন বলেন, গাছ মানুষের পরম বন্ধু। যারা হেলমেট পরিধান করে তারা সচেতন ব্যক্তি হিসেবেই বিবেচিত। আমরা চাই তাহাদের এই সচেতনতাকে সম্মান জানাতে। ফলে তাদের দেখে অন্যরা সচেতন হবে।
গাছ উপহার পেয়ে মিন্টু মিয়া বলেন, রুহিয়া ডিগ্রী কলেজের এই উদ্যোগ আসলেই প্রশংসনীয়। হেলমেট পরে গাড়ি চালালে নিজেদের সুরক্ষা নিশ্চিত হয়। এখন দেখি গাছও উপহার পাওয়া যায়। আমি সত্যিই খুব খুশি।
আরেক হেলমেটধারী বাইক চালক সারোয়ার বলেন, মোটরসাইকেল চালানোর সময় সবাইকে হেলমেট পরিধান করা উচিত। আর হেলমেটের কারণে গাছ উপহারের সুন্দর এই আয়োজন সত্যিই অসাধারণ।