মোঃশামিম পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি বন্যা দূর্গত এলাকার অসহায় মানুষের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এঁর ত্রাণ তহবিলে ৬ লক্ষ টাকা প্রদান করেছেন।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক অফিসে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর কাছে আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান খোকনসহ সমিতির নেতৃবৃন্দ বন্যা দূর্গত অসহায় মানুষের সাহায্যার্থে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এঁর ত্রান তহবিলে ৬ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন।
এ সময় সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান খোকন জেলা প্রশসককে জানান, জেলা আইনজীবী সমিতি প্রতিবছর বার্ষিক সাধারণ সভায় ডিনারের ব্যবস্থা করে থাকে। এ বছর দেশের ফেনীসহ ১২টি জেলায় ভয়াবহ পানি বন্যায় সীমাহীন ক্ষতি হয়েছে। ঐসব দূর্গত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের কল্যানে ও সাহায্যার্থে তাদের ডিনারের ৬ লক্ষ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম আইনজীবী সমিতির এ মানবতার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আইনজীবীদের এ উদ্যোগ দেখে অন্যান্য সংগঠন ও বৃত্তবান ব্যক্তিরাও এগিয়ে আসবেন বলে তিনি ধারনা করেন। উক্ত টাকার চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সহ- সধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, লাইব্রেরী সম্পাদক রুহুল আমিন শিকদার, ক্রীড়া সম্পাদক সুমন চৌধুরী, সদস্য মো. আমির হোসাইন ও মো. মুশফিকুর রহমান তুহিন।