সিনথিয়া, ক্যাম্পাস প্রতিনিধি, হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত গণমাধ্যম কর্মীদের একমাত্র সাংবাদিক সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) ‘৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন’ আয়োজনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন উপলক্ষে শনিবার (২৪ আগস্ট) হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসরুমে অনুষ্ঠিত বিশেষ সভায় ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে৷ এছাড়া ২৫ আগস্ট ভোটার তালিকা প্রকাশ, ২৬ আগস্ট মনোনয়ন ফর্ম বিতরণ, ২৭ আগস্ট মনোনয়ন ফর্ম প্রত্যাহার এবং ২৮ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
উক্ত সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন নির্বাচনে ৪র্থ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানাকে প্রধান নির্বাচন কমিশনার এবং ৫ম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. তানভির আহমেদ ও সাধারণ সম্পাদক যোবায়ের ইবনে আলীকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়।
উল্লেখ্য, ‘সততা, সাহসিকতা, সাংবাদিকতা’ স্লোগানকে ধারণ করে ২০১৭ সাল থেকে হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস) পথচলা শুরু হয়। বর্তমানে সমিতির সদস্যরা দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেলের ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কাজ করছে।