ক্যাম্পাস প্রতিনিধি, হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ‘ভেটেরিনারী অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স (DVM)’ অনুষদের সাধারণ শিক্ষার্থীদের ৫ দফা দাবি না মানায় অনুষদের গেটে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা অনুষদের সামনে অবস্থান নেন।
বুধবার (২১ আগস্ট) বেলা ১২ টায় শিক্ষার্থীদের উত্থাপিত দাবি না মানায় সেই সময় অনুষদের উপস্থিত শিক্ষার্থীরা অনুষদে তালা লাগিয়ে বাইরে অবস্থান নেন৷
ভেটেরিনারী অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের সাধারণ শিক্ষার্থীবৃন্দের দাবি সমূহ
১। ফ্যাকাল্টি বিষয়ক দাবি সমূহ-
শ্রেণী কক্ষের আধুনিকায়ন, ওয়াশরুম পরিষ্কার ও সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, অভিযোগ বাক্স চালু করা এবং প্রতি সপ্তাহে মূল্যায়নের ব্যবস্থা করতে হবে, ফ্রি WiFi সংযোজন ক্লাসরুম / লিচু বাগান / উভয় স্থানে, ওয়ার্ল্ড ভেটেরিনারি অ্যাসোসিয়েশনে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম সংযুক্ত করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ।
২। একাডেমিক দাবি সমূহ –
প্রতি সেমিষ্টারে ব্যাচ ভিত্তিক একজন কো-অর্ডিনেটর নির্বাচন করা, ৪ মাসের মধ্যে সেমিষ্টার শেষ করতে হবে, নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন করতে হবে, কুইজ এবং মিড পরীক্ষা একসাথে নিতে হবে অথবা CT চালু করতে হবে, প্র্যাকটিকাল খাতা ও মিড পরীক্ষার ভাইভা বর্জন করতে হবে,
প্রতি সেমিষ্টারের পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে ফলাফল প্রদান করতে হবে,
সেমিষ্টার অনুযায়ী একাডেমিক ট্যুর এর লিস্ট প্রদান এবং চলমান সেমিষ্টারেই ট্যুর বাস্তবায়ন করতে হবে,
প্রতি মাসে কমপক্ষে ১ টি ক্যাম্পেইন করতে হবে,
সেশনজট নিরসনে আগামী ৬ মাস শনিবারের ছুটি বন্ধ রাখতে হবে,
৩। ইন্টার্নশিপ বিষয়ক দাবিসমূহ:-
ইন্টানশিপ শুরুর ২ মাস পূর্বেই স্থানসমূহ নির্ধারণ করতে হবে,
নির্ধারিত কো অর্ডিনেটরের মাধ্যমে স্থানসমূহে আবাসিক সুবিধা নিশ্চিত করতে হবে,
প্রতিটি গ্রুপের প্রথম ওরিয়েন্টশনে একজন শিক্ষক উপস্থিত থাকতে হবে,
শিক্ষার্থীদের পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত বিষয়ে অবশ্যই ফ্যাকাল্টিকে সহযোগীতা করতে হবে,
TA DA অবশ্যই সংস্কার এবং চালু করতে হবে,
ইন্টার্নশিপ পূর্ববর্তী ওরিয়েন্টশন প্রোগ্রামে শিক্ষকদের সহযোগী মনোভাব কাম্য।
৪। অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভেটেরিনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পুনরায় চালু করতে হবে।
৫। দ্রুত এলামনাই গঠনের ব্যবস্থা নিতে হবে।