ব্যুরো চীফ, রংপুরঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন করা হয়েছে৷ নির্বাচিত প্রতিনিধিগণ আগামী ১ বছরের (২০২৪-২৫) জন্য দায়িত্ব পালন করবেন।
গত ২০ নভেম্বর অধ্যাপক ড. এস. এম এমদাদুল হাসান, গ্রুপ সভাপতি এবং পরিচালক ছাত্র পরামর্শ ও সহায়তা শাখার অনুমোদনক্রমে এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও আর. এস. এল এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচিত সিনিয়র রোভার মেটগণ হলেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মো: মেহেদী হাসান মুন্না, অর্থনীতি বিভাগের মো: রাইজুল ইসলাম ও ম্যানেজমেন্ট বিভাগের সিনথিয়া রহমান সানু।
হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক উডব্যাজার অধ্যাপক ড. ফাহিমা খানম জানান, আমাদের গ্রুপের তিনটি ইউনিটে তিনজন সিনিয়র রোভারমেট নির্বাচিত করা হয়েছে। রোভার কাউন্সিলে হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
হাবিপ্রবি রোভার গ্রুপে নিয়মিত ক্রু মিটিং হবে এখন থেকে এবং পি আর এস অর্জনে রোভারদের প্রোগ্রাম বাস্তবায়নে যথাযথ সাহায্য করে দলকে এগিয়ে নিয়ে যাবে বলে অভিমত প্রকাশ করেন সিনিয়র রোভারমেট মেহেদী হাসান মুন্না।
আরেক সিনিয়র রোভারমেট রাইজুল ইসলাম জানান, আমাদের দল কিছুটা ঝিমিয়ে ছিলো করোনাসহ অন্যান্য কারণে। আমাদের নতুন কাউন্সিল ও কমিটির মাধ্যমে এখন বেগবান হবে রোভারিং কার্যক্রম।
রোভার গ্রুপে মেয়েদের সম্পৃক্ততা জোরদার করার প্রতিশ্রুতি দেন সদ্য নির্বাচিত সিনিয়র রোভারমেট সিনথিয়া রহমান।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর হতে হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের ৭ জন সদস্য ন্যাশনাল সার্ভিস এওয়ার্ড ও ১ জন সদস্য কমিউনিটি ডেভেলপমেন্ট এওয়ার্ড পেয়েছেন। এছাড়াও হাবিপ্রবি রোভার গ্রুপের সদস্যরা জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিদেশ ভ্রমণও করেছেন অনেকে।