সিনথিয়া রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ খাদ্যের মান যাচাইয়ের অংশ হিসেবে আজ (৮ নভেম্বর) আইভি রহমান হলের ডাইনিং পরিদর্শন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা ও প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। ডাইনিং পরিদর্শনের পাশাপাশি তারা ছাত্রীদের সাথে দুপুরের খাবার গ্রহণ করেন। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট হলের হল সুপার প্রফেসর ড. মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন হলের হল সুপার, প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালক ও অন্যান্য শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ভাইস-চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদেরকে হলের ডাইনিং এ নিয়মিত খাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেন। ছাত্রীরাও তার এ ধরণের উদ্যোগের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন।