ব্যুরো প্রধান, রংপুরঃ ২৭ অক্টোবর ২০২৪ তারিখে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের রোভার স্কাউটদের উদ্যোগে ১৫৩ কিলোমিটার দীর্ঘ একটি পরিভ্রমণে ১ম দিনের যাত্রার সূচনা হয়েছে। পাঁচ দিনের এই পরিভ্রমণের ১ম দিন রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট থেকে শুরু করে সুন্দরগঞ্জ, গাইবান্ধা পর্যন্ত চলবে। এতে রংপুর পলিটেকনিকের রোভার স্কাউট গ্রুপের ক ও খ ইউনিটের ৫ জন রোভার অংশগ্রহণ করছেন।
এই উদ্যোগের অংশ হিসেবে রোভার স্কাউট সদস্যরা পথে পথে স্থানীয় আর্থ-সামাজিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং সাধারণ মানুষকে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা, দূর্নীতি প্রতিরোধের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন করবেন। এর পাশাপাশি, প্রকৃতি ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে ব্যক্তিগত এবং সামাজিক অভিজ্ঞতা সমৃদ্ধ করবেন। এই পদযাত্রার মাধ্যমে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অর্জনের লক্ষ্যে তাদের এক গুরুত্বপূর্ণ ধাপ পূরণ হবে।
পরিভ্রমণে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের অংশগ্রহণ করা রোভাররা হপেন, ক ইউনিটের মো: নাইমুর রহমান ও মো: নূরে আলম সিদ্দিক। অন্যদিকে, খ ইউনিট থেকে অংশ নিয়েছেন মো: দোলন মিয়া, মো: খলিলুর রহমান এবং মো: আল আমিন হোসেন।
রোভার স্কাউট নাইমুর বলেন, আমরা পঁচদিনে হেঁটে ১৫৩কি.মি. পথ পাড়ি দিবো। এই উদ্যোগ আমাদের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে একধাপ এগিয়ে দিবে।
রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে পরিভ্রমণটি সুষ্ঠু ও সাফল্যমণ্ডিতভাবে শেষ করার জন্য সকলের পক্ষ থেকে শুভ কামনা জানানো হয়েছে।