ক্যাম্পাস প্রতিনিধি, হাবিপ্রবি: ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস (CADS) হাবিপ্রবি’র আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে Study and Scholarship Opportunities in Malaysia শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷
আজ ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) হাবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স রুমে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. আসিফ রায়হান, পিএইচডি ও পোস্ট ডক্টরেট, মালয়শিয়া এবং মিজবা উদ্দিন, পিএইচডি গবেষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়শিয়া।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, ডিন, কৃষি অনুষদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো: শোয়েবুর রহমান, চেয়ারম্যান, এগ্রোফরেস্ট্রি ও ইনভারমেন্ট বিভাগ। সেমিনারে সভাপতিত্ব করেন CADS এর পরিচালক অধ্যাপক ড. মো: শফিকুল বারী।
Study and Scholarship Opportunities in Malaysia শীর্ষক সেমিনারে প্রধান অতিথি অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীদের বাইরের দেশে পড়াশোনার জন্য যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং বিভিন্ন দেশে যেতে IELTS পাসের প্রয়োজন পড়ে। আমি মনে করি যদি তোমার শুরু থেকেই তোমাদের সর্বোচ্চ চেষ্টা করো IELTS বা বিভিন্ন Language testing system তোমাদের জন্য সহজ হবে।
ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিসের (CADS) এর পরিচালক অধ্যাপক ড. মো: শফিকুল বারী বলেন, ‘আমার দায়িত্ব গ্রহণের পর এটিই CADS এর আয়োজনে আমার প্রথম প্রোগ্রাম। খুব স্বল্প সময়ের মাঝে আমরা এই সেমিনারের আয়োজন করেছি। আমাদের অনেক শিক্ষার্থী দেশের বাইরে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে যা আমাদের জন্য প্রেরণা স্বরূপ।’
তিনি তার বক্তব্যের মাধ্যমে সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীরা কিভাবে স্কলারশিপ সুবিধা গ্রহণ করতে পারবেন এবং
সংক্ষিপ্ত আকারে সঠিকভাবে সিভি লেখার নিয়ম উল্লেখ করেন।
CADS এর পরিচালক আশা রাখেন সমন্বয় করে অন্তত প্রতিমাসে একটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজনের ব্যবস্থা করবেন।