হাবিপ্রবিতে ব্যাটালিয়ন ক্যাম্পিং এর সমাপনী
ক্যাম্পাস প্রতিনিধি, হাবিপ্রবি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ‘তারুণ্যের উচ্ছ্বাস’ অনুষ্ঠিত হয়।
৪ নভেম্বর (সোমবার) হাবিপ্রবির অডিটোরিয়াম ২ ব্যাটালিয়ন ক্যাম্পিং ২০২৪-২৫ এর অংশ হিসেবে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭ দিন ব্যাপী এই ক্যাম্পিং শুরু হয় গত ৩০ অক্টোবর।
৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্টের আয়োজনে এবারের ক্যাম্পিংয়ে ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র ডিভিশন পুরুষ ১৫৭ জন, মহিলা ৯৫ জন, জুনিয়র ডিভিশন ৪৮ জনসহ মোট ৩০০ জন ক্যাডেট, বিএনসিসিও, পিইউও, টিইউও অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, শিক্ষার্থীদের জন্য শিক্ষাজীবন হলো প্রশিক্ষণের সময়৷ শিক্ষার্থীরা নিজেদের নানা বিষয়ে প্রশিক্ষিত করবে। বিএনসিসি’র এই বেসিক ট্রেনিংয়ে যারা সুযোগ পেয়েছো, তোমরা তোমাদের এই অর্জিত জ্ঞান ব্যক্তিজীবনে কাজে লাগাবে। দ্বিতীয় স্বাধীনতা আমাদের যুব সমাজই এনেছে৷ এই স্বাধীনতা অব্যাহত রাখার দায়িত্বও তোমাদের। বৈষম্যহীন সমাজ গঠনে তোমরা সর্বোচ্চ ভূমিকা পালন করবে।
এছাড়াও উক্ত সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মো: শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান।