ক্যাম্পাস প্রতিনিধি, হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের এমবিএ ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের ট্যুরিজম এন্ড হসপিটালিটি মার্কেটিং কোর্সের অংশ হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২ টায় মার্কেটিং বিভাগে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর কবির, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক মোঃ মামুনার রশীদ, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দিন, মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবুল কালাম সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর বাংলাদেশে পর্যটন শিল্পের সম্ভাবনা এবং অর্থনীতিতে এর ভূমিকা নিয়ে একটি ডকুমেন্টারি পরিবেশন করা হয়।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। মার্কেটিং মেরিটস, মার্কেটিং বাজ, ক্যাপ্টেন অব কমার্স, মার্কেটিং ম্যাভ্রিক্স ও মার্কেটিং ম্যানিয়া নামের শিক্ষার্থীদের ৫ টি দল ফাইভ স্টার হোটেলের ন্যায় খাবার এবং আতিথেয়তা প্রদর্শন করেন। এতে বিচারকের দায়িত্ব পালন করেন বিভাগের শিক্ষকগণ। খাবারের মান এবং আতিথেয়তার উপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়। এতে ৫ টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ” মার্কেটিং মেরিটস।”
মার্কেটিং বিভাগের এমবিএ ১৫তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সুমন মিয়া বলেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি মার্কেটিং কোর্সে শুধু থিওরি পড়ানো হতো। কিন্তু অধ্যাপক ড. আবুল কালাম স্যার একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন যেখানে আমরা হাতে কলমে শিখতে পারলাম। স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা আশা করবো প্রতিবারই যেন এমন আয়োজন করা হয় যেখান থেকে শিক্ষার্থীরা বাস্তবিক জ্ঞান অর্জন করতে পারবে।
সভাপতির বক্তব্যে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম বলেন, আমরা নতুন কিছু শেখানোর চেষ্টায় থাকি সবসময়। মার্কেটিং বিভাগ সবসময়ই ডায়নামিক কিছু করার চেষ্টা করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো। মার্কেটিং বিভাগের আয়োজনে ভবিষ্যতে আরো ভালো ভালো আয়োজন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী দলের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, এই আয়োজন এই বিশ্ববিদ্যালয়ের জন্য অভিনব এবং চমকপ্রদ। এখানে প্রতিযোগীদের মূল্যায়নের ক্ষেত্রে আন্তরিকতা বেশি প্রাধান্য পেয়েছে। সকলের পরিবেশনা অনন্য ছিল। এই আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ট্যুরিজম সেক্টরে দেশ-বিদেশে বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে।