ক্যাম্পাস প্রতিনিধি, হাবিপ্রবি: রাজনৈতিক পটপরিবর্তনের পরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) হল সুপারদের একে একে পদত্যাগ করায় অভিভাবকহীন থাকা হলগুলোতে নতুন হল সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
১১ সেপ্টেম্বর (বুধবার) রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে হাবিপ্রবি’র ৯ টি হলে নতুন হল সুপার নিযুক্ত করা হয়।
নতুন দায়িত্ব প্রাপ্তরা হলেন:
আইভি রহমান হলে অধ্যাপক ড. মো. সহিদুল ইসলাম, এগ্রোনমি বিভাগ,
শেখ রাসেল হলে অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন ভূঞা, এন্টোমলজি বিভাগ,
ইন্টারন্যাশনাল হলে ড. মো. আদনান আল বাচ্চু, এন্টোমলজি বিভাগ,
শেখ সায়েরা খাতুন হলে অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগ,
কবি সুফিয়া কামাল হলে অধ্যাপক ড. মো.আবু সাঈদ মন্ডল, এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ,
তাজউদ্দিন আহমেদ হলে এগ্রোফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে অধ্যাপক ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজি বিভাগের অধ্যাপক ড. আবু খায়ের মোহা. মুক্তাদিরুল বারী চৌধুরী- কে নিযুক্ত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, নবনিযুক্ত হল সুপারগণ তাঁদের নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ৩ (তিন) বছর মেয়াদে হলগুলোতে হল সুপারের দায়িত্বে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নিযুক্ত করা হলো।
শর্তাবলী সমূহ হলো:
১) বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যত প্রবর্তিত বা সকল বিধিবিধান মেনে চলতে বাধ্য থাকবেন।
২) বিধি মোতাবেক সংশ্লিষ্ট দায়িত্ব, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
৩) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই এ আদেশ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, উক্ত ৯ টি হলের হল সুপারগণ পদত্যাগ করার কারণে বিশ্ববিদ্যালয় খোলার পর থেকেই হলের নিরাপত্তাসহ নানা কার্যক্রম স্থবির হয়ে পরেছিলো৷