ক্যাম্পাস প্রতিনিধি, হাবিপ্রবি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ এর অনুমোদনক্রমে ডেপুটি রেজিস্ট্রার মোঃ মজিবর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদে নিয়োগের তথ্য জানানো হয়।
রেজিস্ট্রার নিয়োগের অফিস আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে নিযুক্ত ড. মো. সাইফুর রহমান, প্রফেসর, পরিসংখ্যান বিভাগ এর উপর অর্পিত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ হতে ১৫.০৮.২০২৪ খ্রি. তারিখে অব্যাহতি প্রার্থনা করায় তাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং তদস্থলে ড. এম. জাহাঙ্গীর কবির, অধ্যাপক, ম্যানেজমেন্ট বিভাগকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে নিযুক্ত করা হল।
উক্ত অফিস আদেশের শর্তাবলীতে বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রবর্তিতব্য সকল বিধিবিধান মেনে চলতে বাধ্য থাকবেন। প্রয়োজনে কর্তৃপক্ষ এ আদেশ বাতিল করতে পারবেন। বিধি মোতাবেক এক্ষেত্রে প্রদেয় ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ ০৫.০৯.২০২৪ খ্রি. তারিখ হতে কার্যকর হবে।