ক্যাম্পাস প্রতিনিধি, হাবিপ্রবি: ২০২৩ সালের জুন মাসে শুরু হয় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রথম গেইটের নির্মাণের কাজ। নির্মাণাধীন প্রথম গেইটের কাঠামো দৃশ্যমান হলে অভিযোগ উঠে গেইটের নকশা পরিবর্তনের। অভিযোগ উঠলেও মেলেনি উপযুক্ত সুরাহা। নানা অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলামের কাছে এই বিষয়ে তথ্য চাইলে তিনি সাংবাদিকদের পূর্ণাঙ্গ তথ্য সরবরাহে অনীহা প্রকাশ করেন।
রবিবার (৮ই সেপ্টেম্বর) প্রকৌশলী মো. তরিকুল ইসলামের অফিস দুপুর ১২ টায় ঢাকা টাইমস প্রতিনিধি মো. রাফিউল হুদা ও জনতার বার্তা প্রতিনিধি কামরুল হাসান গিয়ে তথ্য চাইলে তিনি এ বিষয়ে তথ্য দেননি। এ সময় তিনি বলেন, ডকুমেন্টসহ তথ্য নিতে হলে প্রথমে রেজিস্ট্রারের অনুমতি নিতে হবে, উনি যদি বলে দেয় তাহলে আমি আপনাদেরকে ডকুমেন্টসের ছবি তুলতে দিতে পারি। তারই কথার প্রেক্ষিতে সাংবাদিকরা রেজিস্ট্রারের সাথে কথা বললে তিনি প্রকৌশলী মো. তরিকুল ইসলামকে তথ্য সরবরাহের জন্য বলেন৷ কিন্তুু এসময় প্রকৌশলী রেজিস্ট্রারকে বিভিন্ন বাধ্য বাধকতার কথা বলে সাংবাদিকদের তথ্য সরবরাহ করতে অস্বীকৃতি জানান।
হাবিপ্রবি প্রকৌশলী মো. তরিকুল ইসলাম এসময় সাংবাদিকদের আরও বলেন, আমি তথ্য প্রদান করতে বাধ্য নই। বিগত ১৭ বছরে কেউ এইভাবে ডকুমেন্টস সহ কোনো তথ্য চায়নি। আপনারা কেন চাচ্ছেন?
বিশ্ববিদ্যালয়ের অফিস সময় সকাল ৮ টা হতে বিকাল ৫ টা হলেও বিকাল ৩ টায় আবারও তার অফিসে গেলে অফিস তালাবদ্ধ পায় সাংবাদিকেরা। এসময় মুঠোফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।