ক্যাম্পাস প্রতিনিধি, হাবিপ্রবি: নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৩ সেপ্টেম্বর) ডিনগণের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মোঃ মজিবর রহমান ডেপুটি রেজিস্ট্রার ( সংস্থাপন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের কীটতত্ব বিভাগের প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ সাময়িকভাবে জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন ।
দায়িত্ব পাওয়ার পর হাবিপ্রবি এই অধ্যাপক বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। করোনা কালীন এবং পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতায় শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট হয়েছে। আমরা কীভাবে তাঁদের এই সময় গুলো পূরণ করব সেই বিষয়ে চিন্তা করব। সকল অনুষদের ডীন এবং বিভাগের চেয়ারম্যানদের সাথে আলোচনা করে একাডেমিক বিশৃঙ্খল অবস্থা থেকে একটি সুশৃঙ্খল অবস্থায় আনতে যথেষ্ট চেষ্টা করে যাবো।