মোঃ শামিম পটুয়াখালী : কারিগরি শিক্ষায় অবৈধভাবে অকারিগরি ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ ও বিভিন্ন পদে অকারিগরি কর্মকর্তা অপসারনসহ চার দফা দাবিতে পটুয়াখালীতে প্রতিবাদ সমাবেশ করেছে পটুয়াখালী পলিটেকনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অধ্যায়নরত সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা জানান, ইতিহাসে সবচেয়ে দূর্নীতি হয়েছে ২০২১ সালের ক্রাফট ইন্সট্রাক্টরে ২১৮১ জনকে অবৈধ নিয়োগ।
বিক্ষোভকারীদের ৪ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- কারিগরি পদে নন-কারিগরি, জনবল নিয়োগ বন্ধ করতে হবে, ২০২২ সালের নিয়োগকৃত ক্রাফ্ট ইনস্ট্রাক্টদের যে নিয়মনীতির আলোকে নিয়োগ প্রদান করা হয়েছে সেই নিয়োগ বিধি সংশোধন করে পূর্বের অবস্থায় ফেরিয়ে আনা, ডিপ্লোমা প্রকৌশলীদের চাকুরীর ক্ষেত্র বৃদ্ধি করতে হবে ও প্রতি বিভাগে একটি করে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় দিতে হবে।