স্বাস্থ্য প্রতিবেদকঃ আপনার ঘরে ও আশেপাশের জায়গায় ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা/ নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারী সেল ইত্যাদিতে জমে থাকা পানি ৩ দিন পরপর অপসারণ করুন।
দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন।
অব্যবহৃত পানির পাত্র উল্টিয়ে রাখতে হবে যাতে পানি জমে না থাকে।
‘ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিন’
ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন
এম বি বি এস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এম ডি (ইন্টারনাল মেডিসিন)
২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, ফেনী।