সোহরাব,রংপুর ব্যুরো প্রধানঃ গত জানুয়ারি ১১, ২০২১ তারিখে এপেক্স ক্লাব অব ঠাকুরগাঁও(ইউসি) ও এপেক্স ক্লাব অব পূনর্ভবা এর যৌথ উদ্যোগে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ১৬৫টি হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে উষ্ণতার চাদর কম্বল বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব ঠাকুরগাঁওয়ের প্রেসিডেন্ট আনিসুর রহমান এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব-৭ এর জেলা গভর্নর জহুরুল ইসলাম, এপেক্স ক্লাব অব সৈয়দপুরের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট জিএম কামরুল হাসান।
ক্লাবের প্রেসিডেন্ট আনিসুর রহমান বলেন,”আমরা আত্ম মানবতার সেবায় সর্বদা নিয়োজিত রয়েছি।আমাদের উষ্ণতা বিলানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত রাখবো”।
সুবিধাভোগী একজন বলেন,”কম্বল পাহেনে মোর খুব ভালো হুইল,খুব জার খাছিনু।এলা একটু হলেও মোর জার পালাবে”।
অপর আরেকজন বলেন,”হামারলাক কাহো কম্বল দেয়না,তুমরা লা দিলেন।আল্লাহ তোমারলার ভালো করিবে”।
এছাড়াও উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব ঠাকুরগাঁওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহরিয়ার হাবিব সুজন,সাধারণ সম্পাদক মেহরাব হোসেন,ট্রেজারার রফিকুল ইসলাম রিপন,ফ্লোর মেম্বার সাইদুল ইসলাম,ইউনুস আলী,সোহরাব হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে,সকালে বালিয়া ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ শেষে রাতে শহরের বিভিন্ন জায়গায় ফুটপাতে অবস্থানরত অসহায় মানুষদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
*স্কাউট ক্যাটাগরি ছাড়াও তো অন্য ক্যাটাগরি আছে। সেখানে প্রকাশের জন্য বিনিত অনুরোধ করছি। আর দুটি ছবিই দিবেন। একটা শিরোনামে। অন্যটি লেখার মাঝে। বা যেটা ভালো হয়।