স্বাস্থ্য প্রতিবেদনঃ গৃহপালিত জন্তু যেমন,কুকুর,বিড়াল ইত্যাদি এড়িয়ে চলুন।
ভিজা স্যাঁতস্যাতে পরিবেশ পরিহার করুন।
পোকামাকড় যেমন, তেলাপোকা নিধন করুন।
ধূমপান এবং ধূমপায়ীর সাহাচার্য্য পরিহার করুন।
বাসায় কার্পেট ব্যবহার না করাই শ্রেয়।
যেসব ওষুধ (যেমন, এসপিরিন, বিটা ব্লকার) শ্বাসকষ্ট বাড়ায় তাদের বিকল্প ওষুধ ব্যবহার করুন, আপনার ডাক্তারের পরামর্শ নিন।
পরিবেশ দুষণ মুক্ত রাখুন, সুস্থ থাকুন।
ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন
এম বি বি এস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এম ডি (ইন্টারনাল মেডিসিন)
২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, ফেনী।