ইমতিয়াজ আহাম্মেদ (মাগুরা জেলা প্রতিনিধি): ২১ ফেব্রুয়ারী ২০২১ তারিখ সকাল ১০ টাই মাগুরা আদর্শ কলেজ রোভার স্কাউট গ্রুপের সার্বিক ব্যাবস্থাপনায় উদ্বোধন হলো মাগুরা আদর্শ কলেজ শহীদ মিনার। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা রোভার স্কাউট এর সভাপতি ও মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। প্রধান অতিথি হিসেবে ছিলেন, মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাগুরা জেলা রোভার স্কাউট এর কমিশনার ও মাগুরা আদর্শ কলেজ এর অধ্যক্ষ,সূর্যকান্ত বিশ্বাস। মাগুরা আদর্শ কলেজ শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দ। এছাড়াও মাগুরা আদর্শ কলেজ রোভার স্কাউট গ্রুপ মঞ্চায়ন করে “অতঃপর বাংলাদেশ ” নামে একটি সচেতনতা মূলক নাটিকা। সর্বোপরি একটি মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে সুসম্পন্ন হয় মাগুরা আদর্শ কলেজ শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠান।